সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার ফুল কাউন্নাইর এলাকায় এক প্রবাসীর বাগান কর্তন করেছে দূর্বত্তরা। ক্ষতিগ্রস্থ প্রবাসীর নাম মতিয়ার বিশ্বাস। সে কালুখালী উপজেলার মাজবাড়ীর ইউনিয়নের ফুল কাউন্নাইর গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে ওই প্রবাসীর মেয়ে হীরা পারভীন থানায় অভিযোগ দায়ের করেছে ।
প্রবাসীর মেয়ে হিরা খাতুন জানায়, আমার বাবার নামের ফুল কাউন্নাইর মৌজার বিএস ২১২ নং দাগের জমিতে আমরা ১০টি আম ও শতাধিক কলাগাছ রোপন করি। আমগাছ গুলোতে মুকুল আসা শুরু করেছে। এছাড়া কলা গাছেও কলা ধরছে। এ অবস্থায় স্থানীয় সেলিম বিশ্বাস, হালিম বিশ্বাস, সাইদুল সহ একদল দূর্বত্ত আমাদের রোপনকৃত গাছ কেটে ফেলেছে।
ইতিপূর্বে দূর্বত্তরা আমাদের প্রান নাশের হুমকী দেওয়ায় আমি কালুখালী থানায় একটি জিডি করেছি। জিডি নং ১২৭২। তাং ২৮/১/২০২৫। এব্যাপারে কথা বলা জন্য কথা বলার জন্য সেলিমের বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি।
প্রিন্ট