ফরিদপুরের বোয়ালমারীতে চলমান সর্বাত্মক লকডাউনে এ পর্যন্ত মামলা হয়েছে ৯৬টি। কঠোর লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় সর্বাত্মক লকডাউনের প্রথম এক সপ্তাহে এসব মামলা হয়েছে।
এই সময়ে জরিমানা করে আদায় করা হয়েছে ৮৯ হাজার ৮০০ টাকা। উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনে কর্তৃক পরিচালিত দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ এবং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। উপজেলা প্রশাসন বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে।
প্রিন্ট