শামসুর রহমান, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরা শালিখার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও মন্দিরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।সনাতনী ধর্ম অবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীও আরাধনাকে কেন্দ্র করে,অনুষ্ঠেয় সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।
হিন্দু শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ দেবী সরস্বতীর চরনে পুষ্পার্ঘ্য অর্পণ করে অঞ্জলি প্রদান করেন।
আজ সোমবার ৩ফেব্রুয়ারি সকাল থেকেই শালিখা উপজেলার বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও সনাতনী সম্প্রদায়ের বাড়িতে বাড়িতে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার পাশাপাশি পুষ্পাঞ্জলি প্রদান, প্রশাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতি অনুষ্ঠান, সন্ধ্যা আরতী ও আলোক সজ্জার আয়োজন করা হয়েছে।
উপজেলার বিভিন্ন মন্দিরে পূজা করতে আসা পুরোহিত এবং সনাতনীরা বলেন দেবী সরস্বতী সত্য, ন্যায়, ও জ্ঞানালোকের প্রতিক তিনি বিদ্যা, বানী ও সুরের অধিষ্ঠাত্রী।তাই মন্ত্র পাঠের মধ্য দিয়ে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতী অর্চনা করা হয়েছে। শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সে মানুষ দেবী সরস্বতীর চরনে পুষ্পার্ঘ্য অর্পণের অঞ্জলি প্রদান করেন।
প্রিন্ট