সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেছেন, দেশের শান্তির জন্য জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করুন। কারন জাতীয়তাবাদী দল মানুষের কল্যানের জন্য কাজ করে। তিনি গত সোমবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো: জামাল খান।
সম্মেলনে জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন,যুগ্ম আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ,রেজাউল করিম সরদার রিপন, সহসভাপতি কায়াস আল মহমুদ, সদর উপজেলা ছাত্রদলের সম্পাদক প্যারিস হোসেন,পাংশা উপজেলা উপজেলা ছাত্রদলের সাধারন শরিফুল ইসলাম শরিফ, কালুখালী উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মী সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সিনিয়র সহসভাপতি তৈয়বুর রহমান, যুগ্মসাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট