আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলে অভিযোগ পায়া গেছে। তবে বিজিবির পক্ষ থেকে এর কোন সত্যতা নিশ্চিত করা হয়নি। বিএসএফের হাতে আটককৃতরা হলো- রাধানগর ইউনিয়নের রোকনপর গ্রামের মোসারফ হোসেনের ছেলে আব্দুল আলিম(২৬), মহবুলের ছেলে মুকুল (২৮), দামইল গ্রামের মতিউরের ছেলে বাবু (২৫) ও সাগরইল গ্রামের এশাহাকের ছেলে দুরল (৩০)।
সীমান্ত সুত্রে জানাগেছে , রবিবার রাত ৯টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে ৫/৬ জন বাংলাদেশী ভারতে প্রবেশ করে। এসময় বিএসএফ সদস্যরা তাদের মধ্যে ৪জনকে ধরে ফেলে এবং অন্যরা পালিয়ে যায়। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, রাত ৯ টার দিকে ভারতে প্রবেশের সময় তার ইউনিয়নের চার জনকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে বলে তাদের পরিবারের লোকজন তাকে জানিয়েছেন।
এ ব্যাপারে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান জানান, এধরনের কোন খবর তার কাছে নেই। এবং বিএসএফের পক্ষ থেকেও তাকে কোন কিছু জানানো হয়নি।
প্রিন্ট