ঢাকা , সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় কুকুর খুঁজে বের করলো বালুর নিচে বস্তাবন্দী লাশ Logo কাশিয়ানীতে নিজের কান কেটে শ্বশুরবাড়ির লোকজনের নামে মামলা Logo নরসিংদীতে তিথি হত্যার রহস্য দ্রুত উদঘাটন করে পিবিআই Logo গণহত্যার বিচার দাবিতে বাগাতিপাড়ায় গণমিছিল ও পথসভা Logo আলফাডাঙ্গায় তারুণ্যের উৎসব কর্মশালা অনুষ্ঠিত Logo দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন, বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড় Logo লালপুরের মেধাবী শিক্ষার্থী প্রার্থনার মেডিকেল ভর্তিতে তারেক রহমানের সহায়তা Logo সদরপুরে মধ্যরাতে ইয়াবাসহ যুবক আটক Logo দৌলতপুরে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের শাখা অফিস উদ্বোধন Logo তানোরে সরকারিভাবে ধান-চাল ক্রয় অভিযান ব্যর্থ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

আজ সরস্বতী পূজা

প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

 

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের অন্যতম জনপ্রিয় ধর্মীয় পর্ব সরস্বতী পূজা আজ সোমবার । বিদ্যা, জ্ঞান , কলা ও শুদ্ধতার প্রতীক হিসেবে দেবী সরস্বতীর পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা । দেবী সরস্বতী বিদ্যা , বাণী ও সুরের অধিষ্ঠাত্রী । ” সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহী নমোহস্তুতে” সনাতন ধর্মাবলম্বীরা এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন ।অর্চনা করে তার চরণে পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা ।

 

সরস্বতী পূজায় অভ্র ,আবীর, আমের মুকুল ,দোয়াত কলম , যবের শিষ এসব উপাচারের প্রয়োজন হয় । পূজার দিনে সনাতন ধর্মাবলম্বীদের শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণ ( পূর্ব পুরুষদের স্মরণ করা) করা হবে । সনাতন শাস্ত্র মতে , চতুর্ভুজা ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা শুভ্র বর্না, বীনা ধারিণী চন্দ্রের শোভা যুক্ত দেবীই হলেন সরস্বতী । বাংলা বর্ষের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয় । এ তিথি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত ।

 

অজ্ঞতার অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন ভক্তরা । রাজধানীসহ সারাদেশে মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ পাড়া , মহল্লায় অস্থায়ী মন্ডপে মহাসমারোহে পূজার আয়োজন আয়োজন করা হয়েছে । ইতিমধ্যে মন্দির ও মন্ডপগুলোকে বর্নিল সাথে সাজানো হয়েছে ।

 

এছাড়া দিন ব্যাপী প্রসাদ বিতরণ , ধর্মীয় আলোচনা , সাংস্কৃতিক অনুষ্ঠান , সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে ।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় কুকুর খুঁজে বের করলো বালুর নিচে বস্তাবন্দী লাশ

error: Content is protected !!

আজ সরস্বতী পূজা

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

 

সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের অন্যতম জনপ্রিয় ধর্মীয় পর্ব সরস্বতী পূজা আজ সোমবার । বিদ্যা, জ্ঞান , কলা ও শুদ্ধতার প্রতীক হিসেবে দেবী সরস্বতীর পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা । দেবী সরস্বতী বিদ্যা , বাণী ও সুরের অধিষ্ঠাত্রী । ” সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহী নমোহস্তুতে” সনাতন ধর্মাবলম্বীরা এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন ।অর্চনা করে তার চরণে পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা ।

 

সরস্বতী পূজায় অভ্র ,আবীর, আমের মুকুল ,দোয়াত কলম , যবের শিষ এসব উপাচারের প্রয়োজন হয় । পূজার দিনে সনাতন ধর্মাবলম্বীদের শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণ ( পূর্ব পুরুষদের স্মরণ করা) করা হবে । সনাতন শাস্ত্র মতে , চতুর্ভুজা ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা শুভ্র বর্না, বীনা ধারিণী চন্দ্রের শোভা যুক্ত দেবীই হলেন সরস্বতী । বাংলা বর্ষের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয় । এ তিথি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত ।

 

অজ্ঞতার অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন ভক্তরা । রাজধানীসহ সারাদেশে মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ পাড়া , মহল্লায় অস্থায়ী মন্ডপে মহাসমারোহে পূজার আয়োজন আয়োজন করা হয়েছে । ইতিমধ্যে মন্দির ও মন্ডপগুলোকে বর্নিল সাথে সাজানো হয়েছে ।

 

এছাড়া দিন ব্যাপী প্রসাদ বিতরণ , ধর্মীয় আলোচনা , সাংস্কৃতিক অনুষ্ঠান , সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে ।


প্রিন্ট