প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের অন্যতম জনপ্রিয় ধর্মীয় পর্ব সরস্বতী পূজা আজ সোমবার । বিদ্যা, জ্ঞান , কলা ও শুদ্ধতার প্রতীক হিসেবে দেবী সরস্বতীর পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা । দেবী সরস্বতী বিদ্যা , বাণী ও সুরের অধিষ্ঠাত্রী । ” সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহী নমোহস্তুতে” সনাতন ধর্মাবলম্বীরা এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন ।অর্চনা করে তার চরণে পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা ।
সরস্বতী পূজায় অভ্র ,আবীর, আমের মুকুল ,দোয়াত কলম , যবের শিষ এসব উপাচারের প্রয়োজন হয় । পূজার দিনে সনাতন ধর্মাবলম্বীদের শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণ ( পূর্ব পুরুষদের স্মরণ করা) করা হবে । সনাতন শাস্ত্র মতে , চতুর্ভুজা ব্রহ্মার মুখ থেকে আবির্ভূতা শুভ্র বর্না, বীনা ধারিণী চন্দ্রের শোভা যুক্ত দেবীই হলেন সরস্বতী । বাংলা বর্ষের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয় । এ তিথি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত ।
অজ্ঞতার অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাবেন ভক্তরা । রাজধানীসহ সারাদেশে মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ পাড়া , মহল্লায় অস্থায়ী মন্ডপে মহাসমারোহে পূজার আয়োজন আয়োজন করা হয়েছে । ইতিমধ্যে মন্দির ও মন্ডপগুলোকে বর্নিল সাথে সাজানো হয়েছে ।
এছাড়া দিন ব্যাপী প্রসাদ বিতরণ , ধর্মীয় আলোচনা , সাংস্কৃতিক অনুষ্ঠান , সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে ।
প্রিন্ট