কাজী নূর, যশোর জেলা প্রতিনিধিঃ
জেলা প্রশাসন যশোর কতৃক পরিচালিত নব কিশলয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব কিশলয় স্কুলের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষা বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ম শৃঙ্খলা এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথসহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানে ১১৩ ইভেন্টে ৩৩৯ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট