আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে বাইসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।গত ২ ফেব্রুয়ারি রোববার বিকেলে উপজেলার তালন্দ ইউনিয়নের ইউপি মোহর গ্রামের হাকিম বাজার মোড়ে এই ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম সাখাওয়াত হোসেন (২৫)। সে তানোর পৌর এলাকার গুবিরপাড়া গ্রামের শিক্ষক খালেদুর রহমানের পুত্র।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, প্রতিদিনের মতো সাখাওয়াত হোসেন তার বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একেক দিন একেক এলাকায় বাইসাইকেল নিয়ে ঘুরে বেড়ান সাখাওয়াত হোসেন। আজকেও সাখাওয়াত হোসেন বাইসাইকেল নিয়ে ঘুরতে বের হন এবং লাশ হয়ে বাড়িতে ফেরেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছ।
প্রিন্ট