মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান
আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা হতে ঘন্টা ব্যাপী জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গোপালগঞ্জ জেলা সরকারি গণগ্ৰন্থাগার এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় শাহীন ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুল, মালেকা একাডেমী, অনির্বাণ স্কুল, মডেল স্কুল, সরকারি বিনা পানি সহ জেলা সদরের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
দিবসটি উপলক্ষে এর আগে গত শনিবার ১ জানুয়ারি সকাল ১০টায় বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৪ঘটিকা পর্যন্ত মুক্তবুদ্ধি চর্চায় গ্ৰন্থাগারের ভূমিকা বিষয় রচনা প্রতিযোগিতার (রচনা লেখা) জমা নেওয়া হয়।
এছাড়াও আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জেলা সরকারি গণগ্ৰন্থাগার গোপালগঞ্জ দপ্তর সূত্রে জানা গেছে।
জেলা সরকারি গণগ্ৰন্থাগার গোপালগঞ্জ এর লাইব্রেরীয়ান মো. তাজমুল ইসলাম দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার গোপালগঞ্জ ব্যুরো প্রধান মুন্সী সাদেকুর রহমান শাহীন কে বলেন, চিত্রাংকন, বইপাঠ, রচনা লেখা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্ৰন্থাগার দিবস উদযাপনের দিনে উপস্থিত অতিথিদের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে।
প্রিন্ট