আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর পৌরসভার মাসিন্দা মাঠে আদালতের ১৪৪ ধারা আদেশ লঙ্ঘন করে জোরপুর্বক ফসলি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।গত ১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। এদিন মাসিন্দা মহল্লার প্রফুল্ল হালদারেে দখলিত প্রায় তিন বিঘা ফসলি জমি জোরপুর্বক দখলের চেষ্টা করে চাঁন্দুড়িয়া ইউপির বেড়লপাড়া গ্রামের মৃত কসিম উদ্দিনের পুত্র আসলাম ও ওয়াসিম বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির জেল নম্বর ১২৮, মৌজা মাসিন্দা,এসএ খতিয়ান নম্বর ১৮৭,আরএস দাগ নম্বর ৭৭৯, শ্রেণী ধানী, পরিমাণ ৫৪ শতক। উক্ত সম্পত্তি প্রায় ৫৪ বছর ধরে ভোগদখল করে আসছেন মাসিন্দা মহল্লার মৃত প্রসাদ হালদারের পুত্র প্রফুল্ল হালদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে বেড়লপাড়া গ্রামের আসলাম ও ওয়াসিম লোকজন নিয়ে প্রফুল্ল হালদারের দখলকৃত প্রায় তিন বিঘা রোপণকৃত বোরো খেত মাড়িয়ে দেয়ার চেস্টা করে।এসময় প্রফুল্ল হালদারের রোকজন বাধা দেন।
এদিকে এসব সম্পত্তি নিয়ে প্রফুল্ল হালদার বাদি হয়ে আসলাম আলী ও ওয়াসিম আলী বিবাদী করে আদালতে ১৪৪ ধারা মামলা করেন যা শুনানির অপেক্ষায় রয়েছে। যাহার মামলা নম্বর-১৪৬পি/২৪, ধারা- ১৪৪ ফৌঃ কাঃ বিঃ এবং প্রসেস নং- ২৯৪(২), তারিখ- ৩০/০১/২০২৫ খ্রিঃ। মামলার আরজিতে বলা হয়েছে,মাননীয় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী মহোদয়ের আদেশের প্রতি আদিষ্ট হইয়া উভয় পক্ষকে এই মর্মে নোটিশের মাধ্যমে জানানো যাইতেছে যে, দরখাস্তকারী বিজ্ঞ আদালতে উপস্থিত হইয়া প্রতিপক্ষের বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা মতে অভিযোগ দায়ের করিয়াছেন। নালিশী সম্পত্তি বাদীপক্ষ ওয়ারিশসূত্রে প্রাপ্য হয়ে ভোগদখলে রয়েছেন। প্রতিপক্ষগন নালিশী সম্পত্তি জোরপূর্বকভাবে দখলে নিয়ে বাদীকে চাষাবাদ করতে বাধা দেয়ার সম্ভাবনা তৈরী হওয়ায় প্রতিপক্ষগনকে বিজ্ঞ আদালত হতে কারণ দর্শানো হবে। বিজ্ঞ আদালতে কারণ দর্শানোর জবাব দাখিল করা না পর্যন্ত প্রতিপক্ষগনকে বিজ্ঞ আদালতের আদেশে নালিশী সম্পত্তিতে প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হইল। আগামী ধার্য্য তারিখ পর্যন্ত বর্ণিত সম্পত্তিতে বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে শান্তিরক্ষা বজায় রাখার জন্য বলা হইল।
কিন্ত্ত ১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে আদালতের আদেশ লঙ্ঘন করে আসলাম ও ওয়াসিম এসব জমি জবর দখলের চেষ্টা করে।
এবিষয়ে জানতে চাইলে আসলাম আলী ও ওয়াসিম আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আদালত থেকে তাদের পক্ষে দুটি ডিগ্রী রয়েছে। কিন্ত্ত প্রফুল্ল ডিগ্রীর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন যা বিচারাধীন রয়েছে।তারা বলেন, তারা জমিতে বোরো চারা রোপণ করেছেন,কিন্ত্ত প্রতিপক্ষ শনিবার জোরপুর্বক জমি দখল করেছে।
এবিষয়ে প্রফুল্ল হালদার বলেন, পৈতৃক সুত্রে তিনি এসব জমির মালিক তারা প্রায় ৫৪ বছর যাবত শান্তিপূর্ণভাবে ভোগদখল করছেন। কিন্ত্ত গত ৫ আগস্টের পর থেকে আসলাম ও ওয়াসিম এসব জমি জবরদখলের চেস্টা করছে।
প্রিন্ট