গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭৩ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৭৯ জন আর এই সময়ে করোনায় মারা গেছে ছয় ব্যক্তি। শনাক্তের হার ৪৮.০০।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানায়, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭৩ টি এর মধ্যে শনাক্ত হয়েছে ১৭৯। আক্রান্তের হার ৪৮.০। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯৪৮ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৬৩৭ জন।
এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ছয় ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে তিন এবং উপসর্গ নিয়ে আরো তিন জন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ ব্যক্তি এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ২৮৬ জন। তিনি বলেন, এই হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে ১৫ জন এবং সাধারন করোনা ওয়ার্ডে আরো ২৮২ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
প্রিন্ট