মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান মো. সজিব হোসেন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মো. ইমান আলী সরদার, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন খান, মাছপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোন্তাজ উদ্দিন মোল্লা, মৌরাট ইউপির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম, কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুব আলম প্রমূখ সভায় বক্তব্য রাখেন।
সভায় ইউপি চেয়ারম্যানগণ নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির তথ্য তুলে ধরেন।
কর্মকর্তারা বলেন, প্রশাসন মাদক, সন্ত্রাস, বল্যবিয়েসহ অপরাধ প্রবণতা রোধে কার্যক্রম অব্যাহত রেখেছে। সমাজে খারাপ প্রকৃতির মানুষের সংখ্যা খুবই কম। শান্তিপ্রিয়-সচেতন মানুষের সংখ্যা বেশি। তারপরও বিচ্ছিন্নভাবে কিছু অপরাধের ঘটনা ঘটছে। দুর্বৃত্ত ও মাদকের সাথে জড়িতদের অবস্থান সম্পর্কে গোপনে থানা পুলিশকে তথ্য প্রদান এবং মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়।
এছাড়া সভায় নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে প্রণয়নের লক্ষ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনে জনসচেতনা সৃষ্টির গুরুত্বারোপ করা হয়।
সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সমন্বয়ে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, বল্যবিয়েসহ অপরাধ প্রবণতা দূর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পাংশার এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম, পাংশা বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. রাকিব হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, স্থানীয় সাংবাদিকগণ ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
প্রিন্ট