মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ইকরা বাংলাদেশ স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের অম্বিকা ময়দানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুফতি ইসমাইল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, বিশেষ অতিথি ছিলেন জাসাস এর সদস্য সচিব আরিফ বকু, হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ অধ্যক্ষ মুফতি সাহেদুল ইসলাম, প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা বাইজিদ হুসাইন ,
ক্বারী ইব্রাহিম, হাফেজ মাহবুবুর রহমান, মাওলানা ইমদাদ হোসেন নাঈম, ফকির আবিদ হাসান, বেলাল হোসাইন রায়হান, শেখ হাফেজ শিহাব। জাকিয়া, কাকলি, মৌসুমী, ডাক্তার ইয়াকুব মোঃ বিলাল অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আবুল হাসান।
এরপর প্রতিযোগিতায় মোট ২১ টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় ৭ গ্রুপে প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করেন । এছাড়া অভিভাবকদের জন্য একটি খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রিন্ট