হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদের সামনে সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
‘‘স্বৈরাচার আওয়ামী লীগকে সুবিধা দিতে ২০০৮ সালে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করেন তৎকালীন নির্বাচন কমিশন’’ বলে মানববন্ধনে মন্তব্য করেন সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসন (ফরিদপুর-৪) পুনরুদ্ধার কমিটি। এসময় দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সদস্যরা।
সদরপুর ও চরভদ্রাসন এই দুই উপজেলা নিয়ে ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগকে সুবিধা দিতে ১/১১ সরকার প্রশাসনিক সুবিধা ও ভৌগলিক অখন্ডতা আমলে না নিয়ে শুধু জনসংখ্যাকে গুরুত্ব দিয়ে আসন বিন্যাস করেছিলেন। এতে নদী ভাঙন কবলিত এই অঞ্চলের জনগণের উন্নয়ন, প্রশাসনিক সুবিধা, শিল্প সংস্কৃতিসহ নানা ধরনের বৈষম্যের শিকার হতে হচ্ছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ২০০৮ সালে করা অযৌক্তিক সংসদীয় আসনের সীমানা বিলুপ্ত ঘোষণা করে অন্তর্র্বতীকালীন সরকারের কাছে ২০০১ সালের ন্যায় সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন পুনরুদ্ধারের জোর দাবি জানান।
সংগঠনের সদস্য সচিব মো: আখতার উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ফরিদপুর-৪ সংসদীয় আসনের পুনরুদ্ধার কমিটির আহŸায়ক মোঃ কুদ্দুস খান, সাবেক বিএনপির সংসদ সদস্য প্রার্থী শাহ আলম রেজা, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান (বদু), উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ সদরপুর-চরভদ্রাসনের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট