গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চন্দনা নদী দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। উপজেলার সদর ইউনিয়নের চন্দনা নদীর উপর ডাক্তার বাড়ির পাশে ৫৪ মিটার ব্রিজের এলাকায় কয়েকদিন ধরে এসব স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালীরা। স্থাপনাগুলো দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর।
আজ সোমবার দুপুরে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ি এলাকায় ডাক্তার বাড়ির পাশের ব্রিজে গিয়ে দেখা যায়, ব্রিজের পাশে বাঁশ ও কাঠ দিয়ে ব্রিজসহ নদীতীর দখল করে ঘর নির্মাণ করা হচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় জাহিদ বিশ^াস নামে এক ব্যক্তি ১০ দিন ধরে নদী ও ব্রিজ দখল করে ঘর নির্মাণ করছেন। দিনের আলোয় প্রকাশ্যে নদী দখল করে ঘর নির্মাণ কাজে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, নদী দখল বাংলাদেশের একটি নিত্যদিনের ঘটনা। প্রথমে বাঁশ, কাঠ দিয়ে নদী দখল করা হয়। এরপর দখল পাকাপোক্ত হলে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করে দখল করা হয়। গত ১০ দিন ধরে এখানে স্থাপনা নির্মাণ করছেন জাহিদ বিশ^াস। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
দুপুরে ঘটনাস্থলে গেলে জাহিদ বিশ^াসকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এম. এ. শামিম বলেন, নদী দখল করার কোন সুযোগ নেই। আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বালিয়াকান্দি উপজেলার প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস বলেন, আমি বিষয়টি শুনেছি। দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
প্রিন্ট