মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী খোকন (৪৫) নিহত হয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের নওয়াপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত তবিবুর রহমানের ছেলে সৌদি প্রবাসী খোকন খান (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত খোকন খান ও তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক জামাই শ্বশুর। তাদের উদ্ধার করে আলফাডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। একই সঙ্গে ট্রাকটিকে আলফাডাঙ্গা থানায় আটক করা হয়েছে।
ট্রাকটি গোপালপুর থেকে পৌর সদর বাজারের দিকে যাচ্ছিল, আর মোটরসাইকেলটি পৌর সদর বাজার থেকে গোপালপুরের দিকে আসছিল।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংবাদ পেয়ে ট্রাক ও চালক ইমরানকে উদ্ধার করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রিন্ট