মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর জেলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিদ্যালয়ের নিজস্ব মাঠে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা প্রীতিলতা সরকার এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মহম্মদ সোহরাব হোসেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং প্রতিযোগিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট চারটি গুরুপে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এছাড়া বিদ্যালয়ের সাবেক ছাত্র, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের জন্য একটি করে খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট