মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর পৌরসভার উদ্যোগে ১৭ নং ওয়ার্ড টি সি বির পণ্য বিক্রয় অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার সকালে ১৭ নং ওয়ার্ডের রেল স্টেশনের পাশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৩৪৬ জন ব্যক্তিকে ৪৭০ টাকার বিনিময়ে ৫ কেজি চাউল ২ কেজি ডাউল এবং ২ কেজি তেল সংগ্রহ করেন।
এ সময় তাদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে উপরোক্ত পন্যগুলো সংগ্রহ করতে দেখা যায় এ সময় তারা জানান বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ফরিদপুর পৌরসভার ফ্যামিলি কার্ডের এ ধরনের উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন বর্তমান দ্রব্যমূল্যের এই চড়া বাজারে ফরিদপুর পৌরসভার এই উদ্যোগ তাদের অনেক উপকারে আসবে।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিন্ট