ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল চুরির অপবাদ দিয়ে মারধর ও কান ধরে বাজার ঘোরানো হয়েছে এক বৃদ্ধকে। তবে প্রাথমিকভাবে ওই বৃদ্ধের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে ভিডিও ভাইরাল হলে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। এর আগে সকালে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রেখে মারধর ও গালাগালি করছেন বাজারের কিছু লোকজন। কয়েকজন বৃদ্ধকে কান ধরিয়ে মারতে মারতে পুরো বাজার ঘোরান। কয়েকজনকে লাঠি দিয়ে তাকে আঘাত ও চোর বলে গালাগালি করতেও শোনা যায়।
কালামৃধা বাজারের ব্যবসায়ী ইব্রাহিম শেখ জানান, রোববার সকাল ১০টার দিকে বাজারে এক ক্রেতা সবজি কিনতে আসেন। তখন ওই ক্রেতার মোবাইলটি এই বৃদ্ধ লোকটি নিয়ে যান। পরে বাজারের লোকজন বৃদ্ধকে আটকে কান ধরে উঠবস করান। পরে কান ধরে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেন। তবে ওই বৃদ্ধের নাম পরিচয় পাওয়া যায়নি। তার বাড়ি ফরিদপুর শহরের মহিলা রোড এলাকায় বলে জানা গেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান বলেন, ভিডিওটা দেখিনি। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট