মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপকের হালিমের কাছে রাজেন্দ্র কলেজের বিভিন্ন
প্রস্তাবনায় স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজেন্দ্র কলেজ শাখা ।
আজ কলেজের অধ্যক্ষ নিকট স্মারকলিপি প্রদান করেন তারা । এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি রাজেন্দ্র কলেজের সভাপতি ফাহিম বিশ্বাস, উপস্থিত ছিলেন আশিকুর রহমান সালাউদ্দিন মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় কলেজের শিক্ষার মান অক্ষুন্ন রাখার জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
উচ্চ মাধ্যমিক সংক্রান্তঃ
১. উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ রাজনীতিমুক্ত পৃথক হল বরাদ্দ দিতে হবে।
২. ছাত্র-ছাত্রীদের জন্য সকল বিভাগের (বিজ্ঞান, মানবিক, ব্যবসা) আলাদা সেকশনের ব্যবস্থা করতে হবে।
৩. গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই, গাইড ও অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে।
৪. উচ্চ মাধ্যমিকে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের আলোকে নিয়মিত কুইজ টেস্ট পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
৫. পর্যাপ্ত ও মানসম্মত ল্যাব সুবিধা নিশ্চিত করতে হবে।
৬. এইচএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থী ও ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দিতে হবে।
হোস্টেল সংক্রান্তঃ
১. প্রতিটি হলের সিট ভাড়া সর্বোচ্চ ২০০/- করতে হবে।
২. সকল হোস্টেলে গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে।
৩. হলে সিঙ্গেল বেড নিশ্চিত করতে হবে এবং সিট বৃদ্ধি করতে হবে।
৪. প্রতিটি হল সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. হোস্টেলের ডাইনিং এর খাবারের মান বৃদ্ধিসহ পর্যাপ্ত ভর্তুকির ব্যবস্থা করতে হবে।
৬. হলে রিডিংর ম ও লাইব্রেরী ফ্যাসিলিটিজ বাড়াতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পত্রিকা বৃদ্ধি করতে হবে।
যানবাহন সংক্রান্তঃ
১. ছাত্রী হোস্টেল থেকে ছাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে হবে।
২. ভাঙ্গা, সদরপুর, সালথা, নগরকান্দা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, চরভদ্রাসন থেকে আগত শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করতে হবে।
৩. শিক্ষকদের জন্য উন্নত মানের যানবাহনের ব্যবস্থা করতে হবে এবং শিক্ষার্থীদের বহনকারী যানবাহনের সংখ্যা বাড়াতে হবে।
৪. সাইকেল, মোটর সাইকেলের জন্য গেটের সন্নিকটে নিরাপত্তাকর্মীসহ গ্যারেজের ব্যবস্থা করতে হবে।
৫. ক্যাম্পাসের অভ্যগরে শিক্ষকদের নির্ধারিত যানবাহন ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করতে হবে।
৬. শহর ক্যাম্পাস থেকে বায়তুল আমান ক্যাম্পাসে যাতায়াতের রক্তা অতি দ্রু ত সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে হবে।
ক্যাম্পাস সংক্রান্তঃ
১. জুলাই বিপ্লবে আহত ও পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও বিনা খরচে অধ্যায়নের সুযোগ করে দিতে হবে।
২. শিক্ষার্থীদের জন্য মেডিকেল সেন্টারের ব্যবস্থা করতে হবে।
৩. বায়তুল আমান ক্যাম্পাসে মসজিদ নির্মাণ করতে হবে এবং উভয় ক্যাম্পাসে ছাত্রীদের নামাজের জায়গার ব্যবস্থা করতে হবে।
৪. ডিপার্টমেন্ট ভিত্তিক পর্যাপ্ত কক্ষ বৃদ্ধি করতে হবে।
৫. প্রত্যেক বিভাগ ভিত্তিক ছাত্রীদের জন্য আলাদা ওয়াশ ব্লকের ব্যবস্থা করতে হবে।
৬. অনার্সে সকল বিভাগের সকল বর্ষে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করতে হবে।
৭. রাজনীতিমুক্ত অলাভজনক ক্যান্টিন চালু করতে হবে।
৮. ছাত্র-ছাত্রীদের কমনর মে ইনডোর গেমস, পত্রিকা ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে।
৯. ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে সৌন্দর্য বিনষ্টকারী ব্যানার, পোস্টার, ফেস্টুন ও চিকামারা বন্ধ করতে হবে।
১০. ক্যাম্পাসের চতুর্দিকে বাউন্ডারি, সিসি ক্যামেরা, লাইটিংসহ নিরাপত্তা জোরদার করতে হবে।
১১. ক্যাম্পাসে রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ব্যতীত বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে।
১২. রাজেন্দ্র কলেজ ছাত্রসংসদ কার্যক্রম চালু করতে হবে।
১৩. ধূমপান ও মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।
১৪. কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে।
প্রিন্ট