মো: বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
হাসিনা এদেশে ফিরে আসবে, তাকে ফিরিয়ে আনা হবে, তার কুকর্মের বিচার করার জন্য। গোপালগঞ্জের মুকসুদপুরে পৌর বিএনপির মত বিনিময় সভায়, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত দিনে ফ্যাসিস্টদের সাথে যারা চামচামি করছে এবং যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, মুকসুদপুরে বিএনপিতে তাদের কোন জায়গা হবে না।
শনিবার (২৫জানুয়ারি) বিকেলে মুকসুদপুর পৌর বিএনপির আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপি ও পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম শরীফ, উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব কাইয়ূম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মোহসীন মোল্লাসহ প্রমূখ।
প্রিন্ট