খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের মিথিল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী মঠবাড়িয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটর সাইকেল সংঘর্ষে নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে যশোর- বেনাপোল মহাসড়কের গদখালী কালী মন্দির সংলগ্ন মঠবাড়িয়া এলাকায় একটি কাভার্ডভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় মোটর সাইকেল চালক মাসরুর বীন মোর্শেদ মিথিল ঘটনাস্থলে প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাভার্ডভ্যানটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। মঠবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এর ফলে, মোটর সাইকেলটি রাস্তার উপর ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটর সাইকেলের অপর এক যাত্রী আহত হয়ে হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে। মিথিল নড়াইল জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্শেদ তৌহিদ সোহেল’র একমাত্র পুত্র। মিথিলের মৃত্যতে নড়াইলে শোকের ছায়া নেমে এসেছে।
প্রিন্ট