সারাদেশের ন্যায় ফরিদপুরের সদরপুর উপজেলায় কঠোর লকডাউন পালিত হলেও এখানে দিন দিন মহামারি করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাচ্ছে।
গত পাঁচ দিনে উপজেলায় ১শত ১৮জনের নমুনা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুর পিসিআর ল্যাবে প্রেরণ করা হলে ৬৫জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।
জানাগেছে, উপজেলায় বর্তমানে প্রায় ঘরে ঘরেই সর্দি-কাশি-জ্বরের আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এখানকার জনগণ সচেতন না থাকায় ও স্বাস্থ্যবিধি না মেনে হাট-বাজার ও এলাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে।
তাদের মধ্যে করোনা সংক্রমণের ভয়ে করোনা পরীক্ষার তেমন কোন আগ্রহ নেই । রোগীরা হাসপাতাল ও বিভিন্ন ঔষুধের দোকান থেকে ঔষুধ সংগ্রহ করে খাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ওমর ফয়সলের সাথে কথা হলে তিনি জানান, আমরা মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে জন সচেতনতা মূলক কাজ চালিয়ে যাচ্ছি। জনগণ একটু সচেতন না হলে করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাবে। গত পাঁচ দিনে উপজেলায় ১শত ১৮ জনের নমুনার মধ্যে ৬৫জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
প্রিন্ট