ঢাকা , রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে এক যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রীর নাম মানোয়ার মোল্যা (৩২), তিনি রুপাপাত ইউনিয়নের কাটাগড় নিচু পাড়া গ্রামের মৃত আফসার মোল্যার ছেলে এবং জাহাজের মাস্টার ছিলেন।

 

রোববার (১৯ জানুয়ারি ২০২৫) সকালে উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি মান্দার তলা ও ঈদগার মাঝামাঝি মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

রুপাপাত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. মঙ্গল খন্দকার বলেন, নিহত মানোয়ার মোল্যা জাহাজের একজন মাস্টার ছিলেন। তিনি একদিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন। ছুটি শেষ করে খুলনা যাওয়ার পথে কলিমাঝি নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে তিনি নিহত হন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সহস্রাইল বাজার থেকে ইজিবাইকটি ভাটিয়াপাড়া যাচ্ছিল। কলিমাঝি এলাকায় এসে ট্রাকের ধাক্কায় ইজিবাইক খাদে উল্টে পড়ে। এ সময় ইজিবাইকে থাকা চারজন যাত্রীর মধ্যে মানোয়ার মোল্যার মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অপর তিনজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে একজন নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে এক যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রীর নাম মানোয়ার মোল্যা (৩২), তিনি রুপাপাত ইউনিয়নের কাটাগড় নিচু পাড়া গ্রামের মৃত আফসার মোল্যার ছেলে এবং জাহাজের মাস্টার ছিলেন।

 

রোববার (১৯ জানুয়ারি ২০২৫) সকালে উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি মান্দার তলা ও ঈদগার মাঝামাঝি মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

রুপাপাত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. মঙ্গল খন্দকার বলেন, নিহত মানোয়ার মোল্যা জাহাজের একজন মাস্টার ছিলেন। তিনি একদিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন। ছুটি শেষ করে খুলনা যাওয়ার পথে কলিমাঝি নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে তিনি নিহত হন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সহস্রাইল বাজার থেকে ইজিবাইকটি ভাটিয়াপাড়া যাচ্ছিল। কলিমাঝি এলাকায় এসে ট্রাকের ধাক্কায় ইজিবাইক খাদে উল্টে পড়ে। এ সময় ইজিবাইকে থাকা চারজন যাত্রীর মধ্যে মানোয়ার মোল্যার মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অপর তিনজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে একজন নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


প্রিন্ট