সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ীতে কর্মরত সেনা সদস্যরা আগ্নেয়াস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করেছে। শনিবার মেজর সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আরিয়ান হাফিজ (২৭)। সে রাজবাড়ী জেলার সদর থানার সূর্যনগরের দয়ালনগর গ্রামের হাবিবুর রহমানের পুত্র।
সেনা সূত্রে জানা গেছে, আরিয়ান হাফিজ এর কাছে ১ টি বিদেশী পিস্তল(চাইনিজ), ১ টি ওয়ান শ্যুটার গান এবং ৪ রাউন্ড তাজা বুলেট পাওয়া গেছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
প্রিন্ট