মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ফরিদপুর কওমী মাদরাসা আঞ্চলিক বোর্ড মহিলা শাখার উদ্যোগে “নারীদের এলমেদ্বীন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক সেমিনার ও ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) সকাল ১০টায় ফরিদপুর মহিলা মাদরাসা আঞ্চলিক বোর্ডের ব্যবস্থাপনায় জেলা মডেল মসজিদ ফরিদপুর মিলনায়তনে আয়োজিত সেমিনার ও ইসলাহী মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদরাসার শিক্ষা বোর্ড (বেফাক) এর মহাসচিব এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর বোর্ড অব গভর্নর সদস্য আল্লামা মাহফুজুল হক।
চরকমলাপুর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীছ আল্লামা হেলালুদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিরদিয়া মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীছ আল্লামা শাহ আকরাম আলী, জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীছ মাওলানা নিয়ামাতুল্লাহ আল-ফরিদী, খাবাসপুর মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীছ মুফতী কামরুজ্জামান, শাকপালদিয়া মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীছ মাওলানা লিয়াকত আলী, ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর এর উপ-পরিচালক মো: ইয়াসিন মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, গওহারডাঙ্গা মাদরাসার নায়েমে মুহতামিম মুফতী উসামা আমীন, গওহারডাঙ্গা বোর্ডের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতী নুরুল ইসলাম, নগরকান্দার পীর মুফতী ইসমাতুল্লাহ কাসেমী, ফরিদপুর ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা ইসমাইল হুসাইন প্রমুখ।
সেমিনারে বক্তাগণ বলেন, এলমেদ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ফরজ। বর্তমানে সারাদেশে নারীদের কুরআন-সুন্নাহর শিক্ষা অর্জনের প্রাতিষ্ঠানিক আয়োজন অনেক অগ্রগামী হয়েছে। একজন নারী যদি ওহীর শিক্ষায় শিক্ষিত হন, তবে অতি দ্রুত সমাজবিপ্লবের আকাঙ্খা বাস্তবায়ন সম্ভব হবে। তাই সুশৃঙ্খলভাবে বহুমুখী পরিকল্পনার মাধ্যমে পুরুষদের পাশাপাশি নারী শিক্ষাকে আরও বেশি বেগবান করতে উলামায়ে কেরামকে সচেষ্ট হতে হবে।
অনুষ্ঠানে ফরিদপুর জেলার সকল উপজেলার আঞ্চলিক বোর্ডভুক্ত মাদরাসার দায়িত্বশীল উলামায়ে কেরাম, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিন্ট