মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে ফরিদপুরের সদরপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে বার্ষিক ওরছ শুরু হচ্ছে। আগামী বুধবার ভোরে (বাদ ফজর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ওরছ। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের গদীনশীন পীর হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ-মাহফিল, জিকির-আসকার ও শরীয়ত-তরীকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হবে। দরবারের মুখপাত্র মো. মাহাবুব রহমান জানান, আশেকান-মুরিদানের জন্য থাকা-খাওয়া-চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে ।
নির্বিঘ্নে চলাচলের জন্য বিস্তীর্ণ এলাকা জুড়ে লাইটিং করা হয়েছে। দূরদূরান্ত থেকে আগত সকল ধরণের গাড়ি পার্কিংএর সুব্যবস্থা রাখা ও আইনশৃংখলা রক্ষা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণে দরবারের নিজস্ব বিশাল আনসার বাহিনীর পাশাপাশি সদরপুর থানার পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
প্রিন্ট