খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অস্ট্রিয়া প্রবাসী সোহেল মুস্তারীর উদ্যোগে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে ২৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশি বিভিন্ন পেশার অসহায় মানুষেরা।
এ সময় উপস্থিত ছিলেন-মুস্তারী পরিবারের বড় সন্তান শবনম বেগম, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, মুন্সী ইশরাত জাহান, সোহেলী মুস্তারী, দোলা মুস্তারী, দিশা মুস্তারীসহ অনেকে।
অস্ট্রিয়া প্রবাসী সোহেল মুস্তারী বলেন, প্রতিবছরই আমাদের পরিবারের পক্ষ থেকে এলাকার মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ২৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া ঈদসহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের প্রত্যাশা বিভিন্ন এলাকার বিত্তবানও সবসময় অসহায় মানুষের পাশে থাকবেন।
প্রিন্ট