ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খোকসায় বিএনপি’র আহবায়ক কমিটি প্রকাশ করায় আনন্দ মিছিল Logo আগে বিচার হবে সংস্কার হবে এরপরে নির্বাচন Logo চুয়াডাঙ্গা জেলা কারাগার মাসিক পরিদর্শন Logo মধুখালীতে শিষা কারখানয় বিস্ফোরণের দগ্ধ শ্রমিকের মৃত্যু Logo খোকসায় জাবাল-ই-নূর মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন Logo নড়াইলে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতিকে কুপিয়ে জখম Logo ফরিদপুরে রোটারি ক্লাবের উদ্যোগ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত Logo ছাত্রদের অধিকার আদায়ে মেজর জিয়া ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেনঃ -শামা ওবায়েদ Logo নাটোরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ Logo চট্টগ্রামের পটিয়ায় পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

তানোরে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে বিএনপির দু’গ্রুপের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে তানোর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, আব্দুস সামাদ (৪৫) মতিউর রহমান (৪৮), ওবায়দুর রহমান (৫০) ফিরোজ মাহমুদ (৪৫), মাহাবুর রহমান ( ৩৮) ও এখলাছুর রহমান (৫৩)। তারা সবাই স্থানীয় বিএনপির নেতাকর্মী। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক অনুসারীদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা গেছে,গত ৪ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ভবানীপুর দাখিল মাদরাসা মাঠে ও মাদারীপুর বাজারে প্রায় ঘন্টাব্যাপী দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, এদিন তানোর বিএনপির একাংশের নেতাকর্মীরা ভবানীপুর দাখিল মাদরাসা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ, ক্যালেন্ডার ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেককে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে অনুষ্ঠান শুরুর পুর্ব মুহুর্তে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দীনের অনুসারী শরিফ উদ্দিন মুন্সীর নেতৃত্বে নেতাকর্মীরা গিয়ে বাধা দেন এবং বেশকিছু চেয়ার ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় তারেকের অনুসারী অন্তত চারজন কর্মী-সমর্থককে পিটিয়ে আহত করা হয়। এখবর পেয়ে তারেকের বহরের নেতাকর্মীরা মাদারীপুর বাজারে গিয়ে শরিফ অনুসারীদের ধাওয়া করে। কিছুক্ষণ পর সেখানে যান সুলতানুল ইসলাম তারেক। তিনি যাওয়ার পর তার কর্মী-সমর্থকেরা শরিফ উদ্দীনের কর্মী-সমর্থকদের ওপর পাল্টা হামলা করেন।

 

এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হন। এবিষয়ে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি বলেন, ‘সুলতানুল ইসলাম তারেক শীতবস্ত্র বিতরণ করবেন, ভাল কথা। কিন্তু তিনি স্থানীয় বিএনপির নেতাদের দাওয়াত দেননি। ফলে তারা সেখানে গিয়ে প্রতিবাদ জানালে এই ঘটনা ঘটে। এতে তাদের ৮/১০ জন আহত হন।

 

এবিষয়ে সুলতানুল ইসলাম তারেকের অনুসারী উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সুলতানুল ইসলাম তারেকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান ছিল। কিন্তু মেজর শরিফের অনুসারীরা হামলা চালিয়ে ভাংচুর করে এবং আমাদের মারধর করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাদের ৫/৬ জন আহত হয়েছেন।

 

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগে উভয়পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খোকসায় বিএনপি’র আহবায়ক কমিটি প্রকাশ করায় আনন্দ মিছিল

error: Content is protected !!

তানোরে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

আপডেট টাইম : ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে বিএনপির দু’গ্রুপের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে তানোর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, আব্দুস সামাদ (৪৫) মতিউর রহমান (৪৮), ওবায়দুর রহমান (৫০) ফিরোজ মাহমুদ (৪৫), মাহাবুর রহমান ( ৩৮) ও এখলাছুর রহমান (৫৩)। তারা সবাই স্থানীয় বিএনপির নেতাকর্মী। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক অনুসারীদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা গেছে,গত ৪ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ভবানীপুর দাখিল মাদরাসা মাঠে ও মাদারীপুর বাজারে প্রায় ঘন্টাব্যাপী দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, এদিন তানোর বিএনপির একাংশের নেতাকর্মীরা ভবানীপুর দাখিল মাদরাসা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ, ক্যালেন্ডার ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেককে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে অনুষ্ঠান শুরুর পুর্ব মুহুর্তে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দীনের অনুসারী শরিফ উদ্দিন মুন্সীর নেতৃত্বে নেতাকর্মীরা গিয়ে বাধা দেন এবং বেশকিছু চেয়ার ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় তারেকের অনুসারী অন্তত চারজন কর্মী-সমর্থককে পিটিয়ে আহত করা হয়। এখবর পেয়ে তারেকের বহরের নেতাকর্মীরা মাদারীপুর বাজারে গিয়ে শরিফ অনুসারীদের ধাওয়া করে। কিছুক্ষণ পর সেখানে যান সুলতানুল ইসলাম তারেক। তিনি যাওয়ার পর তার কর্মী-সমর্থকেরা শরিফ উদ্দীনের কর্মী-সমর্থকদের ওপর পাল্টা হামলা করেন।

 

এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের প্রায় ১০ জন আহত হন। এবিষয়ে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি বলেন, ‘সুলতানুল ইসলাম তারেক শীতবস্ত্র বিতরণ করবেন, ভাল কথা। কিন্তু তিনি স্থানীয় বিএনপির নেতাদের দাওয়াত দেননি। ফলে তারা সেখানে গিয়ে প্রতিবাদ জানালে এই ঘটনা ঘটে। এতে তাদের ৮/১০ জন আহত হন।

 

এবিষয়ে সুলতানুল ইসলাম তারেকের অনুসারী উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সুলতানুল ইসলাম তারেকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান ছিল। কিন্তু মেজর শরিফের অনুসারীরা হামলা চালিয়ে ভাংচুর করে এবং আমাদের মারধর করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তাদের ৫/৬ জন আহত হয়েছেন।

 

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগে উভয়পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট