রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে মঞ্জিলপুকুর কৃষি, কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
নাটোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, কলেজের শিক্ষকমন্ডলী, উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার ও ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে মাননীয় অধ্যক্ষ বলেন, ভবনটি নির্মাণ শেষ হলে আমাদের কলেজের শিক্ষা কার্যক্রম ত্বরান্বিত হবে এবং শিক্ষার্থীদের শ্রেণী সংকট অনেকটা কেটে যাবে।
প্রিন্ট