বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসীমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে, মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসীমুদ্দীন (এস,জে) উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুনীল কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান।
সহকারী শিক্ষক সুকদেব পোদ্দারের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল বাহার মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওহিদুলম ইসলামসহ প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার ফলাফল ও পুরষ্কার তুলে দেন।
প্রিন্ট