আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
একুশে পদকে ভূষিত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৯ তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা করেছে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। রবিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে মোনাজাত উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান। বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি নিরোর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট অধ্যাপক মলয় ভৌমিক।
বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আসলাম উদ দৌলা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, শহীদ পরিবারের সদস্য হাসানুজ্জামান হাসানি, রাজশাহী অনলাইন প্রেসক্লাবের সভাপতি অভিলাষ দাস তমাল, প্রকাশকালের সম্পাদক রাজীব আলী, মো আরিফুল ইসলাম , বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক মোনাজাতউদ্দিন যে সময়ে সাংবাদিকতা করেছেন তখন সবাই ভাবত রাজারা যা করে বা রাজধানীতে যা ঘটে তাই সংবাদ। এই ভাবনা সাংবাদিক মোনাজাত উদ্দিন ভেঙে দিয়েছেন। তিনি গ্রাম অঞ্চল ও প্রত্যন্ত অঞ্চলে কি ঘটেছে সেই ঘটনাকে এমনভাবে উপস্থাপন করেছেন পত্রিকার প্রথম পাতায় স্থান পেয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় গুলোতে সাংবাদিকতা বিভাগে মোনাজাত উদ্দিনকে উদাহরণ হিসেবে দেখানো হয়।
বক্তারা আরো বলেন, গণমাধ্যম আজ অস্ত্বিত্ব সংকটে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না। দেশকে এগিয়ে নিতে হলে মুক্ত গণমাধ্যম এবং স্বাধীন সাংবাদিকতার বিকল্প নাই। অনুসন্ধানী সাংবাদিকতা ছাড়া গণমাধ্যমের অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। উল্লেখ্য, সাংবাদিক মোনাজাতউদ্দীন দৈনিক সংবাদ, দৈনিক আজাদী এবং সর্বশেষ জনকন্ঠ পত্রিকায় কাজ করেছেন ।
প্রিন্ট