রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। তারেক রহমানের নির্দেশনায় এবং অধ্যক্ষ (অব:) কামরুন নাহার শিরিনের নেতৃত্বে আসুন “শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়” স্লোগানে রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার ৮ নং দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাহমিদুর রহমানের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৩০০ জন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে দরিদ্র মানুষরা সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাস্টার, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম কলম, যুগ্ন সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, রাজিদুল ইসলাম, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আসাদুল ইসলাম, গোপালপুর পৌর ছাত্রদলের আহবায়ক হাসান আলী ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
প্রিন্ট