রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বিলমাড়ীয়া বাজার কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় বিলমাড়ীয়া বাজার কমিটির সভাপতি মাসুদ রানা সরদারের সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক মোমিনুল ইসলামের সঞ্চালনায় বাজারের শেড ঘরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীন, বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আনেজ উদ্দিন, গৌরিপুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই নান্নু, বিলমাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হাসান, ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
উক্ত সভায় বাজার ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিকভাবে আলোচনা করা হয়। এসময় বিলমাড়ীয়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিন্ট