রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পর্নোগ্রাফি মামলায় জীবন (২১) নামে একজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার আরবাব ইউনিয়নের বিষম্ভরপুর গ্রামের মোহাম্মদ আব্দুল জব্বারের ছেলে জীবনকে তার বাড়ি থেকে আটক করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবন একই গ্রামের মোঃ সাজ্জাদ আলীর ছেলে সুজনের স্ত্রীর গোপন ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
এ ঘটনায় সুজন পর্নোগ্রাফি আইনে লালপুর থানায় একটি মামলা দায়ের করলে তাকে (জীবন) আটক করে আদালতে প্রেরণ করেছেন লালপুর থানা পুলিশ ।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, পর্নোগ্রাফি মামলায় আটক আসামিকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট