মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে অরাজনৈতিক ও মানবিক সংগঠন নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার( ২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম, সম্মানিত অতিথি ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক( অবঃ) মো. সামছুল আলম খান বাহার, মূখ্য আলোচক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার এস এম মইনুল করিম ।
নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম রেজাউল করিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নলছিটি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান, আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, কৃষক আবদুল হাই,হারুন অর রশিদ , সাংবাদিক মনির হোসেন জয়,বালি তাইফুর রহমান তূর্য প্রমুখ।
এসময় উপজেলার ৩০ জন কৃষককে সবজি বীজ ও ১৬জন শিক্ষার্থীকে সংবর্ধনাসহ ক্রেস্ট,নগদ অর্থ,বই ও কলম প্রদান করা হয়।
প্রিন্ট