শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় থানাপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি এর ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদা দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৫:১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শুক্রবার সকালে সাড়ে ১০ টায় খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল মরহুম হাবিবুর রহমান হবি কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ ওনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, পৌর বিএনপি’র সাবেক সভাপতি এ জেডজি রশিদ রেজা বাজু, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু, মরহুমের ভাই নজরুল ইসলামসহ মরহুমের সন্তান, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন।
পরে খোকসা সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। তিনি ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাস সাধারণ সম্পাদক ।
আরও পড়ুনঃ ফরিদপুরে বৈশাখী টেলিভিশনের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ড ছিলেন নিবেদিত প্রাণ, খোকসা মুক্তিযোদ্ধা সংসদসহ সকল স্থানে ছিল তার অভাব বিচরণ এবং কার্যক্রম। তার মৃত্যুতে খোকসা বাসীর এক অপরনীয় ক্ষতি হয়েছে। মৃত্যুকালে তিনি ১পুত্র, ৪ কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রিন্ট