ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা Logo রাজশাহীতে ব্যাবসায়ীদের নিয়ে বিভিন্ন অপরাধ দমন রোধে মতবিনিময় সভা Logo নিজেদের ভোটের অধিকার নিজেদের বুঝে নিতে হবেঃ -অমিত Logo কুষ্টিয়ার গড়াই নদীতে মিলল নারীর ভাসমান মরদেহ Logo চরভদ্রাসনে মৎস্য অফিসের মাঝিদের উপর স্থানীয় জেলেদের হামলা, থানায় অভিযোগ Logo নাবিল গ্রুপের মুরগি খামারের বর্জ্যে পরিবেশ দুষণ,খামার বন্ধের দাবি Logo স্থল পথে তৈরি পোশাক আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা Logo রূপগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান Logo দৌলতপুর ভারপ্রাপ্ত অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি, সাবেক অধ্যক্ষ গ্রেপ্তার Logo ঢাকায় সমাবেশ উপলক্ষে কালুখালীতে যুবদলের প্রস্তুতি সভা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

দৌলতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ-এর বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখতে ঐক্যমত

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটায় পর্যন্ত এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৭/২-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে উভয় দেশের বিজিবি-বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক ও সহযোগিতার মনোভাব বজায় রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও ঐক্যমত পোষণ করা হয়।

 

সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ভারতের রওশনবাগ কমান্ড্যান্ট ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর অধিনায়ক বিক্রম দেব সিং।সৌজন্য সাক্ষাতে আলোচ্য বিষয়ে চিলমারী বিওপির প্রতিপক্ষ চরভদ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যগণের সীমান্তে ফায়ারিং করার ঘটনা জানতে চাইলে বিএসএফ’র পক্ষ থেকে বলা হয়, সীমান্তে কোন ধরনের ফায়ারিং ঘটনা কাঙ্খিত নয়।

 

তবে কাউকে উদ্দেশ্য না করে শুধুমাত্র চোরাকারবারীদের ভয়-ভীতি দেখানোর জন্য ফাঁকা ফায়ার করা হয়েছে। এছাড়াও বাংলাদেশি জনসাধারণের উপর কোন অবস্থাতেই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করার বিষয়ে ৪৭ বিজিবি’র অধিনায়ক বিএসএফ কমান্ড্যান্ট অধিনায়ককে অনুরোধ জানান। বিএসএফ কমান্ড্যান্ট এ বিষয়ে একমত পোষণ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে উভয় দেশে বিদ্যমান চোরাকারবারিদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

 

চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে বিএসএফ সীমান্তে ২০০গজ ভারত অভ্যন্তরে পরিখা খনন করার বিষয়ে জানতে চাওয়া হলে, শুধুমাত্র অবৈধভাবে গরু/মহিষের চোরাচালান রোধের উদ্দেশ্যে খনন করা হয়েছে। কোন প্রতিরক্ষা কাজে ব্যবহারের জন্য খনন করা হয়নি বলে উল্লেখ করেন বিএসএফ কমান্ডার।এছাড়াও ভারত সীমান্তে বিএসএফ এর জনবল বৃদ্ধির কারণ জানতে চাওয়া হলে, বিএসএফ কামন্ড্যান্ট জানান শুধুমাত্র সীমান্তে অবৈধভাবে চোরাচালান রোধ করার লক্ষ্যে বিএসএফ এর জনবল বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো জানান, ভারত থেকে মাদকদ্রব্য, নিষিদ্ধ পণ্য ও গরু/মহিষ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ না করে সে বিষয়ে পূর্ব হতে বিএসএফকে বিজিবি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে তারা গত ৩ মাসে ৯০০০ বোতল ফেন্সিডিল, ২০০ কেজি গাঁজা, মদ ও হেরোইন সহ উল্লেখযোগ্য সংখ্যক গরু/মহিষ ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে আটক করা হয়েছে এবং সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারি সহ উল্লেখযোগ্য সংখক ভারতীয় দুষ্কৃতকারীদের সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে গ্রেফতার করাও হয়েছে।

এছাড়াও আলোচনায় সীমান্ত সুরক্ষা জোরদার করার লক্ষ্যে চোরাকারবারী বা দুষ্কৃতিকারীদের অবৈধ কার্যক্রম প্রতিরোধে উভয় দেশের বিজিবি-বিএসএফ এর কোম্পানী/বিওপি কমান্ডারদের মধ্যে আরও কার্যকর যোগাযোগ ও সমন্বয় প্রতিষ্ঠার জন্য কমান্ড্যান্ট ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ককে অনুরোধ জানালে তিনি এ বিষয়ে বিজিবির পক্ষ হতে বিএসএফকে সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

 

শেষে উভয় দেশের শান্তি ও সহযোগিতা কামনা করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাত সম্পন্ন হয়।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা

error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ-এর বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখতে ঐক্যমত

আপডেট টাইম : ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে তিনটায় পর্যন্ত এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৭/২-এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে উভয় দেশের বিজিবি-বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক ও সহযোগিতার মনোভাব বজায় রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও ঐক্যমত পোষণ করা হয়।

 

সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ভারতের রওশনবাগ কমান্ড্যান্ট ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর অধিনায়ক বিক্রম দেব সিং।সৌজন্য সাক্ষাতে আলোচ্য বিষয়ে চিলমারী বিওপির প্রতিপক্ষ চরভদ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যগণের সীমান্তে ফায়ারিং করার ঘটনা জানতে চাইলে বিএসএফ’র পক্ষ থেকে বলা হয়, সীমান্তে কোন ধরনের ফায়ারিং ঘটনা কাঙ্খিত নয়।

 

তবে কাউকে উদ্দেশ্য না করে শুধুমাত্র চোরাকারবারীদের ভয়-ভীতি দেখানোর জন্য ফাঁকা ফায়ার করা হয়েছে। এছাড়াও বাংলাদেশি জনসাধারণের উপর কোন অবস্থাতেই প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বা ফায়ারিং না করার বিষয়ে ৪৭ বিজিবি’র অধিনায়ক বিএসএফ কমান্ড্যান্ট অধিনায়ককে অনুরোধ জানান। বিএসএফ কমান্ড্যান্ট এ বিষয়ে একমত পোষণ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে উভয় দেশে বিদ্যমান চোরাকারবারিদের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

 

চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে বিএসএফ সীমান্তে ২০০গজ ভারত অভ্যন্তরে পরিখা খনন করার বিষয়ে জানতে চাওয়া হলে, শুধুমাত্র অবৈধভাবে গরু/মহিষের চোরাচালান রোধের উদ্দেশ্যে খনন করা হয়েছে। কোন প্রতিরক্ষা কাজে ব্যবহারের জন্য খনন করা হয়নি বলে উল্লেখ করেন বিএসএফ কমান্ডার।এছাড়াও ভারত সীমান্তে বিএসএফ এর জনবল বৃদ্ধির কারণ জানতে চাওয়া হলে, বিএসএফ কামন্ড্যান্ট জানান শুধুমাত্র সীমান্তে অবৈধভাবে চোরাচালান রোধ করার লক্ষ্যে বিএসএফ এর জনবল বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো জানান, ভারত থেকে মাদকদ্রব্য, নিষিদ্ধ পণ্য ও গরু/মহিষ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ না করে সে বিষয়ে পূর্ব হতে বিএসএফকে বিজিবি’র পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে তারা গত ৩ মাসে ৯০০০ বোতল ফেন্সিডিল, ২০০ কেজি গাঁজা, মদ ও হেরোইন সহ উল্লেখযোগ্য সংখ্যক গরু/মহিষ ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে আটক করা হয়েছে এবং সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারি সহ উল্লেখযোগ্য সংখক ভারতীয় দুষ্কৃতকারীদের সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে গ্রেফতার করাও হয়েছে।

এছাড়াও আলোচনায় সীমান্ত সুরক্ষা জোরদার করার লক্ষ্যে চোরাকারবারী বা দুষ্কৃতিকারীদের অবৈধ কার্যক্রম প্রতিরোধে উভয় দেশের বিজিবি-বিএসএফ এর কোম্পানী/বিওপি কমান্ডারদের মধ্যে আরও কার্যকর যোগাযোগ ও সমন্বয় প্রতিষ্ঠার জন্য কমান্ড্যান্ট ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ককে অনুরোধ জানালে তিনি এ বিষয়ে বিজিবির পক্ষ হতে বিএসএফকে সার্বিক সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

 

শেষে উভয় দেশের শান্তি ও সহযোগিতা কামনা করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাত সম্পন্ন হয়।


প্রিন্ট