ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

লালপুরে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপন

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।

দিনটি উপলক্ষে (২৫ ডিসেম্বর) বুধবার উপজেলার চারটি গির্জায় বর্ণিল আলোকসজ্জা ও গির্জার প্রবেশপথ গুলোতে আলপনা আঁকা হয়। আলপনা আঁকা হয় ধর্মপল্লীর বিভিন্ন বাড়ির দেয়াল ও আঙ্গিনায়। খ্রিস্টান পল্লীর প্রতিটি বাড়িতে ছোট বড় আকারের স্টার তৈরি করে তাতে আলো দিয়ে যীশুখ্রিস্টের আগমনকে তুলে ধরা হয়। যীশুখ্রিস্টের জন্মস্থান এর প্রতিকৃতি হিসেবে সাজানো হয় গোশালা।

সকালে উপজেলার ২টি ক্যাথলিক চার্চ আরবাব ইউনিয়নের নওদাপাড়া খ্রিস্টান পল্লীতে সেন্ট পিটার্স গির্জায় ফাদার ফ্রান্সিস ডরেন ও এবি ইউনিয়নের ডহরশৈলায় জপমালার রানী মারিয়া গির্জায় ফাদার দীপক পুড়াইয়া এবং ২টি ব্যাপটিস্ট চার্চ জোতরামনাথপুর খ্রিস্টান পল্লীতে জোতরামনাথ জীহোবা নেহে চার্চে ফাদার ধীরেন পাহাড়িয়া এবং ঈশ্বরদী ইউনিয়নের ঈশ্বরদী ব্যাপিস্ট চার্চে পুরোহিত বিধান রায়ের নেতৃত্বে খ্রিষ্টযাগ, প্রার্থনা সংগীত ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বড়দিন উৎসব উদযাপন শুরু হয়। এরপর চার্জগুলোতে প্রীতিভোজ, কীর্তন প্রতিযোগিতা ও যীশু খ্রীষ্টের জীবন কাহিনীর উপর বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে ধর্ম গুরুরা সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান এবং দেশে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। এছাড়া তারা এ বছর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন বলে জানান।

 

এদিকে ,সুন্দর ও সুষ্ঠুভাবে বড়দিন উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। যেকোনো ধরনের সমস্যা দেখা দিলে গির্জা সংশ্লিষ্ট সকলকে নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ( নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ নাম্বার – ০১৭১৬ ৪০ ২০০৬)
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, “বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই-আগস্টে শহীদদের স্মরণে মহম্মদপুরে বিএনপির মৌন মিছিল

error: Content is protected !!

লালপুরে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপন

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।

দিনটি উপলক্ষে (২৫ ডিসেম্বর) বুধবার উপজেলার চারটি গির্জায় বর্ণিল আলোকসজ্জা ও গির্জার প্রবেশপথ গুলোতে আলপনা আঁকা হয়। আলপনা আঁকা হয় ধর্মপল্লীর বিভিন্ন বাড়ির দেয়াল ও আঙ্গিনায়। খ্রিস্টান পল্লীর প্রতিটি বাড়িতে ছোট বড় আকারের স্টার তৈরি করে তাতে আলো দিয়ে যীশুখ্রিস্টের আগমনকে তুলে ধরা হয়। যীশুখ্রিস্টের জন্মস্থান এর প্রতিকৃতি হিসেবে সাজানো হয় গোশালা।

সকালে উপজেলার ২টি ক্যাথলিক চার্চ আরবাব ইউনিয়নের নওদাপাড়া খ্রিস্টান পল্লীতে সেন্ট পিটার্স গির্জায় ফাদার ফ্রান্সিস ডরেন ও এবি ইউনিয়নের ডহরশৈলায় জপমালার রানী মারিয়া গির্জায় ফাদার দীপক পুড়াইয়া এবং ২টি ব্যাপটিস্ট চার্চ জোতরামনাথপুর খ্রিস্টান পল্লীতে জোতরামনাথ জীহোবা নেহে চার্চে ফাদার ধীরেন পাহাড়িয়া এবং ঈশ্বরদী ইউনিয়নের ঈশ্বরদী ব্যাপিস্ট চার্চে পুরোহিত বিধান রায়ের নেতৃত্বে খ্রিষ্টযাগ, প্রার্থনা সংগীত ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বড়দিন উৎসব উদযাপন শুরু হয়। এরপর চার্জগুলোতে প্রীতিভোজ, কীর্তন প্রতিযোগিতা ও যীশু খ্রীষ্টের জীবন কাহিনীর উপর বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে ধর্ম গুরুরা সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান এবং দেশে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। এছাড়া তারা এ বছর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন বলে জানান।

 

এদিকে ,সুন্দর ও সুষ্ঠুভাবে বড়দিন উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। যেকোনো ধরনের সমস্যা দেখা দিলে গির্জা সংশ্লিষ্ট সকলকে নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ( নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ নাম্বার – ০১৭১৬ ৪০ ২০০৬)
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, “বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”


প্রিন্ট