চট্টগ্রামের পটিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই ও ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । গতকাল ২৪ ডিসেম্বর রাত্রে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা গ্রামের বদি মেম্বার এর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন জাহিদুল হক, জানে আলম , নুরুল হক ,জাহানারা বেগম , নুরুল আমিন , আজগর আলী ও মাফলা খাতুন । স্থানীয়রা জানান, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয় ।
পটিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পটিয়ার ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে যায় তবে স্থানীয়রা তার পূর্বেই আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন ।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা বলেন, মাথা গোঁজার শেষ সম্বল বসতঘর হারিয়ে শীতের দিনে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাতে হচ্ছে ।
পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছি । ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে ।প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাদ্য ও কম্বল ত্রাণ হিসেবে বিতরণ করা হবে ।
প্রিন্ট