বর্ষা মৌসুমের শুরুতেই চাটমোহরের বড়াল,গুমানী ও চিকনাই নদীসহ বিলে পানি এসেছে। নদীপথে নৌযান চলাচল শুরু হয়েছে। নদীতে নৌচলাচলের কারণে তৎপর হয়ে উঠেছে জুয়ারুরা। প্রকি বছরের মতো এবারও নৌকায় শুরু হয়েছে ও জমজমাট জুয়া খেলা। বিভিন্ন এলাকার চিহ্নিত জুয়ারুরা প্রতিনিয়ত নৌকায় বসাচ্ছে জুয়ার আসর।
একাধিক সূত্র জানা গেছে ,চাটমোহর উপজেলার ধর্মগাছা ও বওশা ঘাট থেকে প্রতিদিন সন্ধ্যার পর নির্দিষ্ট ২/৩টি নৌকায় জুয়ারুরা উঠে পড়ে। রাতভর চলে জুয়ার আসর। নৌকা নদী পথে চলে আর সেইসাথে চলে জুয়ার আসর। অনেক ক্ষেত্রে বিলের মাঝে নৌকা নোঙর করে চলে জুয়ার আসর। উপজেলার নিমাইচড়া ইউনিয়নে করকোলা,চিনাভাতকুর,গৌরনগরসহ বিভিন্ন এলাকার জুয়ারুদের সাথে পার্শ্ববর্তী গুরুদাসপুর ও তাড়াশ উপজেলার চিহ্নিত জুয়ারুরা এই জুয়ার আসরে যোগ দেয়।
নিমাইচড়া ইউপি চেয়ারম্যান এএইচএম কামরুজ্জামান খোকন জানান,গুমানী নদীর বিভিন্ন ঘাট থেকে সন্ধ্যার পর জুয়ারুরা নৌকা নিয়ে নদী ও বিলে গিয়ে জুয়ার আসর বসায় বলে তিনি জানতে পেরেছেন। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান,এ বিষয়ে খোজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট