মোঃ নাসিম উদ্দিন আকাশ, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি
দেশকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে ব্যাপকভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এই দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করতে হবে। বক্তারা আরো বলেন, দেশের স্বার্থকে বড় করে দেখে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আজ রবিবার (২২ ডিসেম্বর) শারজা ইয়াকুব সৈনিক ফার্ম হাউসে আরব আমিরাত বিএনপি কর্তৃকআয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম নোয়াবের সভাপতিত্বে উদযাপন কমিটি সদস্য-সচিব ও বিএনপির সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী ও ইউএই বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপি’র ১ নং যুগ্ন আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন।
প্রধান বক্তা ছিলেন ইউ এই বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবুধাবি বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন খতিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সমাজসেবক আলহাজ ইয়াকুব সৈনিক, কমিউনিটি ব্যক্তিত্ব মীর কামাল, জাতীয়তাবাদী সমর্থক দল ইউএই প্রতিষ্ঠাতা সভাপতি গোলাপ মিয়া, আবুধাবি বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, আরব আমিরাত বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুরুন্নবী ভূইয়া, আরব আমিরাত বিএনপির সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম, কুয়েত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মনজুর আলম মঞ্জু, দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী মনসুর, আবুধাবি বিএনপির সাবেক সিনি:সহ-সভাপতি প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, আল-আইন বিএনপির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম, সিআইপি নজরুলইসলাম, ইউএই যুবদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা, ইউএই বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক ডাঃ জসীম, ইউএই শ্রমিক দলের যুগ্ন সম্পাদক জিয়াউদ্দিন বাবলু,
আজমান বিএনপির সহ-সভাপতি ফারুক ছগির, প্রকৌশলী মোশাররফ হোসেন, ইউএই যুবদলের সহ-সভাপতি জানে আলম, বিজনেস ফোরাম ইউএইর সভাপতি কামাল হোসেন সুমন, সারজা যুবদলের সভাপতি মোঃ মানিক, রাস আল খাইমা যুবদলের সভাপতি মোঃ মনসুর, আল আইন যুবদলের সিনি: সহ-সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন, উম্ম আল কোয়াইন যুবদলের সভাপতি জুনায়েদ আহমেদ, প্রকৌশলী লুতফুর রহমান (সুমন) সাবেক ছাত্রদল নেতা, ঢাকা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, দুবাই যুব দলের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, দুবাই যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, দুবাই যুব দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাসী, জিয়াউদ্দিন বাবলু – সাধারণ সম্পাদক, ইউ এ ই শ্রমিক দল, ইদ্রিস মিয়া সাধারণ সম্পাদক দুবাই বিএনপি, শওকত হায়াত সহ-সভাপতি দুবাই বিএনপি, বাচা মিয়া, আবুধাবী বিএনপি, দুবাই বিএনপি, প্রকৌশলী আবুল কাশেম (তুহিন) আবুধাবী বিএনপি, সৈয়দ মইনুল ইসলাম (আনার) আহ্বায়ক আবুধাবী যুবদল, কামরুল ইসলাম আবুধাবী বিএনপি প্রমুখ।
অনুষ্ঠান আয়োজনে ছিল বাংলা সংস্কৃতি ঐতিহ্যের নানারকম খেলাধুলা। দুপুরে প্রায় পাঁচ শতাধিক লোকের আয়োজনে সুশৃঙ্খল পরিবেশে ভূড়িভোজের আয়োজনটি ছিল খুবই চমৎকার। যা ভিন দেশিদেরও নজর কাড়ে। অনুষ্ঠানে দেশটির বিভিন্ন প্রদেশ থেকে আগত পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি যেন পরিণত হয় এক মিলন মেলায়। শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট