রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলমাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিনের দ্বিতীয় সন্তান জিহাদ, বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলা শেষে বৈদ্যুতিক তার গোছানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১:৫০ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার সকালে তার জানাজা বিলমাড়িয়া বাজার মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে মোহরকয়া কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুনঃ সড়কের পাশ থেকে আট লাখ টাকা মূল্যের ১৯টি গাছ কাটায় থানায় মামলা
শান্ত, নম্র ও ভদ্র স্বভাবের জিহাদ একজন মেধাবী ছাত্র ছিলেন এবং বড় হয়ে তিনি একজন স্বনামধন্য আলেম হওয়ার স্বপ্ন দেখতেন। তার মৃত্যুতে লালপুর থানা প্রেসক্লাব ও লালপুর উপজেলা প্রেসক্লাব শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
প্রিন্ট