প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ৫০০ পিস ইয়াবাসহ দুই তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
গতকাল, ২১ ডিসেম্বর শনিবার রাত ১২:৩০ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথায় একটি যাত্রীবাহী চেয়ার কোচ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার পৌরসভার লাহারপাড়ার মোঃ সেলিমের পুত্র মোঃ জাবেদ (২৮) এবং নুরুল ইসলামের কন্যা আনিকা রহমান (২০)।
পটিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী চেয়ার কোচে ইয়াবা আনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশ খরনা রাস্তার মাথায় তল্লাশি চৌকি বসায়।
এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি চেয়ার কোচের যাত্রীদের তল্লাশী করার সময় দুই তরুণ-তরুণীর কথাবার্তা এবং আচার-আচরণ সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশির পর জাবেদের কাছ থেকে ৩০০ পিস এবং আনিকার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ মাধবদীতে চাঁদা না দেওয়ায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রিন্ট