রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডি এ কে টেক্সটাইল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার ভিতরে থাকার তুলা, সুতাসহ বিভিন্ন মেশিনারিজ সামগ্রী পুড়ে গেছে।
গতকাল ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ভূলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় এ ঘটনা ঘটে। কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, সকাল ৭ টার দিকে কারখানাটি চালু অবস্থায় হঠাৎ একটি মেশিনে আগুন জ্বলে উঠে। অল্প কিছুক্ষনের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার ভিতরে ছড়িয়ে পড়ে।
এসময় কারখানার ভিতরের থাকা শ্রমিকেরা দৌড়ে বাহিরে বের হয়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন কিভাবে লেগেছে এবং কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে সেটা তদন্তের পর বলা যাবে। তবে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিক পক্ষ।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর রাতে একই কারখানায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। সে সময় আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছিল। তখন ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রিন্ট