রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে উপজেলা মডেল মসজিদের ইমাম মো: সাজ্জাদুর রহমান সাদ্দামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
এ নিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১ টার সময় গোপালপুর মডেল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে লিখিত বক্তব্য রাখেন লালপুর উপজেলা শাখার তাবলীগ জামাতের আমির শফিউল ইমাম রুমী, বৈদ্যনাথপুর মসজিদ কমিটির সেক্রেটারি ইয়াবুল হোসেন, লালপুর বাজার মসজিদ কমটির সদস্য আল আমিন, শাহীনুর আলম ও হারেজ উদ্দিন।
এ সময় তারা ইমাম সাজ্জাদুর রহমান সাদ্দামকে আওয়ামী লীগের দোসর ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তার নিয়োগ বাতিল করার দাবি জানান। তারা আরও বলেন, গত ১৬/১১/২০২৪ তারিখে লোক দেখানো নিয়োগ পরীক্ষার মাধ্যমে জালিয়াতি করে মো: সাজ্জাদুর রহমান সাদ্দামকে নিয়োগ দেন মডেল মসজিদ কর্তৃপক্ষ। তিনি ছিলেন আওয়ামী লীগ কর্মী ও কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগ সমর্থিত দলিল লেখক ফিরোজ আল হক ভূইয়ার ব্যবসায়িক পার্টনার।
অর্থনৈতিক দুর্নীতির কারনে গোপালপুর কাসেমুল উলুম মাদ্রাসা, জৈনক মহিলার সাথে অবৈধ সম্পর্কের কারণে কালুপাড়া মসজিদ, বুধিরামপুর মহিলা মাদ্রাসার শিক্ষিকার সহিত অবৈধ সম্পর্কের কারনে লালপুর বাজার মসজিদের ইমাম পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এ সকল কারণে অবিলম্বে তার নিয়োগ বাতিল করতে হবে।
আরও পড়ুনঃ কালুখালীতে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
উল্লেখ্য, এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও নাটোর পুলিশ সুপার বরাবর তার বিরুদ্ধে দুর্নীতি ও নৈতিক স্খলনের অভিযোগ দেওয়া হয়েছে।
প্রিন্ট