সোলায়মান হোসাইন, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি
টাংগাইলের নাগরপুরে মহান বিজয় দিবসে উপজেলা বিএনপির আয়োজনে একটি বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে নাগরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হন। এরপর উপজেলা বিএনপি তাদের কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করে।
বেলা ১১ টায়, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ সালাম এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির নেতৃত্বে বিজয় র্যালিটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাগরপুর সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর সরকারি কলেজ মাঠে গিয়ে আলোচনা সভায় শেষ হয়।
আরও পড়ুনঃ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে – সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ
এ সময় বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রেজাউল ইসলাম রেজা, সহ-সাধারণ সম্পাদক একেএম ফরিদুজ্জামান কহিনুর, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, উপজেলা যুব দলের আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, যুবদলের সাবেক আহ্বায়ক ফণির হোসেন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাজাহান সাজু, কৃষকদলের আহ্বায়ক মো. হুমায়ুন কবীর, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রিন্ট