ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করার পরপরই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলাম, আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রার অফিস, আলফাডাঙ্গা প্রেসক্লাব ও পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিজয় মঞ্চে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) এ. কে.এম. রায়হানুর রহমান এবং আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ।
আরও পড়ুনঃ ভেড়ামারায় জাতীয় নাগরিক কমিটির বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিজয় র্যালি
পরবর্তীতে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রিন্ট