ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবঃ-হান্নান মাসউদ Logo অবৈধ সম্পদঃ হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা Logo বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের স্থান নেইঃ -রুহুল কবির রিজভী Logo এবছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে কেশবপুর উপজেলা Logo ঝালকাঠিতে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ কার্যক্রমে গতি আনতে জেলা সমন্বয়ক টিম গঠন Logo কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল‌ অনুষ্ঠিত Logo লালপুরে অগ্নিকাণ্ডে পুড়লো খামারির স্বপ্ন Logo কালুখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত Logo নিয়ম-নীতির তোয়াক্কা না করে শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিঃ কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে Logo ফরিদপুরে ২৭টি “ভূমি সেবা সহায়তা কেন্দ্র” উদ্বোধন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতি ও টিএইচও’র অপসারণ দাবিতে মানববন্ধন

মোঃ আমিন হোসেনঃ

চিকিৎসা সেবায় চরম অব্যবস্থাপনা, ওষুধ ও খাবারে অনিয়ম, অবৈধ নিয়োগসহ নানা দুর্নীতির প্রতিবাদে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলী পারভীনের অপসারণের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। এতে শিক্ষক, পেশাজীবী, যুবসমাজ ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সমাজকর্মী আজমল হোসেন, মায়েল হোসেন, তরুণ সমাজসেবক বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। স্টাফদের অসদাচরণ, সরকারি ওষুধ সরবরাহে গাফিলতি, নিম্নমানের খাবার পরিবেশন, অপারেশন থিয়েটার বন্ধ, শিশুদের টিকাদানে অনিয়মসহ হাসপাতালটি এখন দুর্নীতির ঘাঁটিতে পরিণত হয়েছে। রোগীদের চরম ভোগান্তির মধ্যে চিকিৎসা নিতে হচ্ছে।

এক্স-রে মেশিনের ব্যবহার নিয়েও অভিযোগ বক্তারা আরও জানান, হাসপাতালে থাকা পুরাতন এক্স-রে মেশিন দিয়ে কোনোরকম সেবা দেওয়া হলেও সেটির জন্য প্রয়োজনীয় ফ্লিম সরবরাহ করা হয় না। এছাড়া, আধুনিক একটি ডিজিটাল এক্স-রে মেশিন থাকলেও সেটি শুধুমাত্র ব্র্যাকের যক্ষ্মা রোগ নির্ণয়ের কাজে ব্যবহৃত হচ্ছে। সাধারণ রোগীরা এক্স-রে সেবা থেকে বঞ্চিত হওয়ায় বাইরের ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। তারা বলেন, এক্স-রে মেশিনটি সকল রোগীর জন্য উন্মুক্ত করলে সরকারের রাজস্ব বাড়বে এবং জনগণও উন্নত সেবা পাবে।

দীর্ঘদিন একই স্টেশনে টিএইচও, অভিযোগ গাফিলতির বক্তারা আরও অভিযোগ করেন, টিএইচও ডা. শিউলী পারভীন বহু বছর ধরে একই স্টেশনে থেকে নানা অনিয়ম-দুর্নীতি করে যাচ্ছেন। তিনি গোপনে অবৈধভাবে টিকাদানকর্মীদের নিয়োগ দিয়েছেন, যা সম্পূর্ণ অনৈতিক। তার স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে হাসপাতালের সার্বিক সেবা ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত টিএইচও ডা. শিউলী পারভীনের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন,বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে বক্তারা জানান, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। দাবি আদায় না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবঃ-হান্নান মাসউদ

error: Content is protected !!

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম-দুর্নীতি ও টিএইচও’র অপসারণ দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

মোঃ আমিন হোসেনঃ

চিকিৎসা সেবায় চরম অব্যবস্থাপনা, ওষুধ ও খাবারে অনিয়ম, অবৈধ নিয়োগসহ নানা দুর্নীতির প্রতিবাদে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলী পারভীনের অপসারণের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। এতে শিক্ষক, পেশাজীবী, যুবসমাজ ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সমাজকর্মী আজমল হোসেন, মায়েল হোসেন, তরুণ সমাজসেবক বালী তাইফুর রহমান তূর্য প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। স্টাফদের অসদাচরণ, সরকারি ওষুধ সরবরাহে গাফিলতি, নিম্নমানের খাবার পরিবেশন, অপারেশন থিয়েটার বন্ধ, শিশুদের টিকাদানে অনিয়মসহ হাসপাতালটি এখন দুর্নীতির ঘাঁটিতে পরিণত হয়েছে। রোগীদের চরম ভোগান্তির মধ্যে চিকিৎসা নিতে হচ্ছে।

এক্স-রে মেশিনের ব্যবহার নিয়েও অভিযোগ বক্তারা আরও জানান, হাসপাতালে থাকা পুরাতন এক্স-রে মেশিন দিয়ে কোনোরকম সেবা দেওয়া হলেও সেটির জন্য প্রয়োজনীয় ফ্লিম সরবরাহ করা হয় না। এছাড়া, আধুনিক একটি ডিজিটাল এক্স-রে মেশিন থাকলেও সেটি শুধুমাত্র ব্র্যাকের যক্ষ্মা রোগ নির্ণয়ের কাজে ব্যবহৃত হচ্ছে। সাধারণ রোগীরা এক্স-রে সেবা থেকে বঞ্চিত হওয়ায় বাইরের ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। তারা বলেন, এক্স-রে মেশিনটি সকল রোগীর জন্য উন্মুক্ত করলে সরকারের রাজস্ব বাড়বে এবং জনগণও উন্নত সেবা পাবে।

দীর্ঘদিন একই স্টেশনে টিএইচও, অভিযোগ গাফিলতির বক্তারা আরও অভিযোগ করেন, টিএইচও ডা. শিউলী পারভীন বহু বছর ধরে একই স্টেশনে থেকে নানা অনিয়ম-দুর্নীতি করে যাচ্ছেন। তিনি গোপনে অবৈধভাবে টিকাদানকর্মীদের নিয়োগ দিয়েছেন, যা সম্পূর্ণ অনৈতিক। তার স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে হাসপাতালের সার্বিক সেবা ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত টিএইচও ডা. শিউলী পারভীনের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন,বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রসঙ্গে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে বক্তারা জানান, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। দাবি আদায় না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


প্রিন্ট