ইস্রাফিল হােসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্যে মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলা কৃষি অিফস চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অিফসার মাে: রফিকুল ইসলাম।
পরে জাতীয় ফল মেলা শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও ফলের চারা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা। মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন ও সমাজসেবা অফিসার এমদাদুল হকসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ মেলার স্টল গুলো ঘুরে দেখেন।
প্রিন্ট